সন্ধান২৪.কম: নিউইয়র্ক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করা হয়েছে। নিউইয়র্কে এ ঘটনার পক্ষে-বিপক্ষে সোসালমিডিয়া,বিভিন্ন আড্ডায়,রেষ্টুরেন্ট-চায়ের দোকানে,সভা-সমাবেশে বিতর্ক ও সমালোচনার ঝড় তুলেছে। অনেকে দায়িত্ব অবহেলার জন্য নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেলের পদত্যাগ দাবীও করেছেন।
গত ২২ জুলাই নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করা হয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আখতার হোসেন বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব কারও ছোড়া ডিমে আমাদের কিছু যায়–আসে না।
এই আলোচিত ঘটনাকে সোসালমিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে। ডিম ছোঁড়ার ঘটনায় অনেকে তীব্র ঘৃণা প্রকাশ করেছে। অন্য দিকে যিনি ডিম ছুঁড়েছেন,তাকে অভিনন্দন জানিয়েছে।
যুক্তরাষ্ট্র এনসিপি‘র অন্যতম নেতা সৈয়দ এ আল আমীন তার ফেসবুকে নিউ ইয়র্কের কনসাল জেনারেলকে বহিস্কার দাবী জানিয়ে বলেছেন,ডিমওয়ালার হাতে হাতকড়া, যারা একসময় লেথাল উইপন নিয়ে খেলাধুলা করতো এখন তারা ডিম নিয়ে খেলছে
তাও মাত্র ১টা ডিম মেরেই সদ্য ভূমিষ্ঠ এনসিপির সাথে লড়তে গিয়ে রাস্তায় গড়াগড়ি দিতে হচ্ছে। যাদের মুখের ভাষা এমন তারা মানুষ হয় কিভাবে ?
হুমায়ুন কবীর ঢালী সোসালমিডিয়ায় বলেছেন, ‘এনসিপি আকতারকে ডিম নিক্ষেপ করে আজকের টক অব দ্য বাঙালি কমিউনিটি সাহসী সৈনিক মিজানুর রহমান চৌধুরী !’
লেখক দর্পন কবীর বলেছেন, দেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়টি কেন সরকারি কর্মকর্তারা ভাবেনি, এটি বিস্ময়কর প্রশ্ন! বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা কি জানেননা, জেএফকে বিমানবন্দরে কি হয় বা হতে পারে? …
সৈয়দ মনসুর উদ্দিন- ‘এখন নিন্দা কেন ভাইয়া ? হাজার হাজার মব সন্ত্রাসকে কিংবা ৩২ নাম্বারে আগুনকে যখন যারা চেয়ে চেয়ে দেখেছেন তাদের কী মনে ছিল না আওয়ামী লীগের এরা কোন দেশের মানুষ? নিজে আইন হাতে তুলে নিয়ে এখন অন্যকে আইনের সবক কেন? মনে করেছেন এসব এত সহজে থেমে যাবে? জ্বী না ভাইয়া এত সহজ না! অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না।’
শরীফ উদ্দিন আহম্মেদ লিখেছেন, ‘এটা অসভ্য আচরণ না এটা প্রতিবাদ ? সারাদেশে এরা যে মব সন্ত্রাস, মাজার ভাঙার উৎসব করছে, অর্থনীতিকে ধ্বসাচ্ছে তার প্রতিবাদ। অনির্বাচিত, ক্ষমতা দখল করে বসে থাকা কোনো সরকারের লোকজনকে কোনো গণতান্ত্রিক দেশ নির্বাচিত সরকারের মতো সম্মান দেয়না এটাই স্বাভাবিক ।’
মোহাম্মদ মিয়া তার ভেরিফাইড একাউন্ডে মন্তব্য করেছেন,‘কনসুলেট এবং মিশনের এখানকার কুৎসিত রাজনীতির বিষয়ে ধারনা থাকলে তবে এই ঘটনা গুলি ঘটতোনা।পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্হা করা হয়নি। এই দুইটা অফিসে এখনও সৈরাচারের দোসর লুকিয়ে আছে।
তরিকুল বলেছেন,‘বেকার প্রশাসন। পুরানা ভূত প্রশাসনের ঘাড়ে।
জি এম নিলয় বলেছেন,‘এইলোক ( কনসাল জেনারেল) ওইদিনও গাদ্দারি করছে, আজকেও করলো।’
আল আমিন-আজকে নেতাকর্মীদের কে যারা JFk এয়ারপোর্টে ৪ নম্বর টার্মিনালের বদলে ৮ নম্বর টার্মিনালে নিয়ে ব্যাস্ত করে রেখেছেন তারা দায়ী। তাদের ইচ্ছাকৃত বা বুদ্ধিবৃত্বির অভাবের জন্য এহেন নেক্কারজনক ঘটনা ঘটছে ।এই অযোগ্যতার জন্য তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া দরকার ।
নাসির আলী খান পল বলেছেন, ‘বিদেশের মাটিতে যদি সত্যিই ভাল কাজ করতেন তবে বীরের মত ফুলের মালা পেতেন, পচা ডিম না।একটু বুঝার চেষ্টা করুন।’
মীর আলম চন্দন প্রোটেষ্ট হোতেই পারে , ডিম মারতে হবে এ কেমন ধরনের ভদ্রতা ? আমেরিকায় থেকে আমরা এসব শিখছি ???
রিতা রায় মিতু বলেছেন, ‘সাবাশ লন্ডন, সাবাশ নিউইয়র্ক। সাবাশ সুশান্ত, সাবাশ মিজানুর– সার্থক সিলেট।’
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়েন যুবলীগ নেতা মিজানুর রহমান।গতকাল রাতে জ্যাকসন হাইটস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে হাজির করা হবে।