সন্ধান৪.কম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় নিউইর্য়কে তিনটি পৃথক পৃথক বিজয় উৎসবের আয়োজন করা হয়। একটি সমাবেশে ভার্চুয়ালী বক্তব্যে রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সিলেট অঞ্চলের নব নির্বাচিত সাংসদরা। ভার্চুয়াল ভাষণে ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটের নবান্ন পার্টি হলে গত রবিবার রাতে বিজয় উৎসব অনুষ্ঠিত হয় । যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিজয় সমাবেশ ও আনন্দ উৎসব অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন।
সভায় বক্তাগণ একটি শান্তিপূর্ণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বক্তারা আগামী দিনে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্বক সহযোগিতা প্রদানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় অন্যাান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ,আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম ও মনসুর খান ,আওয়ামী লীগ নেতা আলী হুসেন গজনবী, নিউইর্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম ,কানেকটিকা স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী,গোলাম রব্বানী চৌধুরী, সাখাওয়াত আলী, আইনজীবি পরিষদের নেতা মুর্শেদা জামান ,শ্যামল কান্তি তোফায়েল আহমদ,এলিন কাজী, রাকিব হাসান, সুবল দেবনাথ ,ইকবাল আহমদ, জেড এ জয়,জাহাঙ্গীর হোসেন মিয়া ,এম আকন,ফাহিম আহমদ ,শহিদুল হক রাসেল প্রমূখ। সভায় বাংলাদেশ থেকে ভারচ্যুলি সংযুক্ত হয়ে সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান ও সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বক্তব্য রাখেন ।
সভায় আওয়ামী লীগ নেতা কর্মী এবং শুভাকাঙ্খিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার ও স্বাধীনতা শক্তি সমূহ ব্রঙ্কস’:
আওয়ামী লীগের বিজয় উপলক্ষে ব্রঙ্কসে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার ও স্বাধীনতা শক্তি সমূহ ব্রঙ্কস’র ব্যানারে গোল্ডেন প্যালেস পার্টি হলে গত ৮ জানুয়ারী এ উৎসব অনুষ্ঠিত হয়। সমাবেশে ভার্চুয়ালী বক্তব্যে রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সিলেট অঞ্চলের নব নির্বাচিত সাংসদরা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট-২ আসন থেকে নির্বাচিত সাংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ হাবিবুর রহমান।
সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, অধ্যাপক এস মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, শেখ আতিকুল ইসলাম, হুমায়ুন আহমদ চৌধুরী, মূলধারার রাজনীতিক আব্দুস শহিদ, বিলাল ইসলাম, সাইদুর রহমান লিংকন, মুন্সি বশির আহমেদ, এডভোকেট কামাল মন্ডল, নুরুল ইসলাম, মোঃ শাহীন কামালী, জামাল আহমদ, এইচ এম ইকবাল, মোঃ রেজাউল হক রুহেল, ছাদিকুর রহমান, মিয়া মোহাম্মদ দাউদ, শ্যামল কান্তি চন্দ, জহুরুল ইসলাম, আব্দুল মোমেন প্রমুখ।
সমাবেশে ভার্চুয়ালী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ছিল সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
চমৎকার এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ড. এ কে আব্দুল মোমেন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিণত হবে।
এ উৎসবে সংঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি ও শারমিন তানিয়া। কবিতা আবৃত্তি করেন কবি শুধাংসু মন্ডল,আবু তাহের চৌধুরী, পল্লব সরকার ও কাজী জাকির কিং।
প্রবাসী কুষ্টিয়াবাসীদের বিজয় উৎসব :
কুষ্টিয়া থেকে আওয়ামী লীগের ৪ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী কুষ্টিয়াবাসীদের বিজয় উৎসবের আয়োজন করে।
৮ জানুয়ারী জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী কুষ্টিয়াবাসীদের উদ্যোগে যে চারজনের জন্য বিজয় উৎসবের আয়োজন করা হয় তারা হলেন, কুষ্টিয়া-১ আসনে মোঃ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ আসনে মোঃ কামারুল আরেফিন, কুষ্টিয়া-৩ আসনে মোঃ মাহবুব-উল আলম হানিফ ও কুষ্টিয়া-৪ আসনের মোঃ আব্দুর রউফ।
আনন্দ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল হামিদ। সভাটি পরিচালনা করেন নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক। সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মোঃ হামিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আনিসুজ্জামান সবুজ, ফারুক ইকবাল, মোঃ জিয়াউর রহমান, মোঃ বিদ্যুৎ হোসেন , হাজী মোঃ জালাল উদ্দিন , মোঃ আব্দুর রাজ্জাক , মোঃ নিজামুল হক মিঠু , মোঃ আইন উদ্দিন , মোঃ মমতাজ উদ্দিন, মোঃ আলম হোসেন , মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুল ওয়াদুদ , মোঃ সবুজ, মোঃ আমিনুল ইসলাম , মোঃ কামরুজ্জামান গুলু , সোনিয়া হকসহ অন্যান্যরা ।
নব নির্বাচিত কুষ্টিয়ার সংসদদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তরা ,মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে কুষ্টিয়া জেলায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।