ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব ঢাকার শেয়ারবাজারে

সন্ধান ২৪.কম:’ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব পড়েছে ঢাকার শেয়ারবাজারে।সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে।

রবিবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬৪ পয়েন্ট পতনের পর ৬ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

ইউক্রেনের তেল ডিপোতে বিস্ফোরণইউক্রেনের তেল ডিপোতে বিস্ফোরণ
ডিএসই-৩০ সূচক ১.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭৬ পয়েন্টে। ডিএসইএস শরীয়াহ সূচক ১.৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩৮১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৩৩৯টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতন দেখা যাচ্ছে। একইসঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

Exit mobile version