ইটালিতে সেই আফগান ‘কিশোরী’

সন্ধান২৪.কম: আগুন ঝরা সবুজ চোখের এক আফগান কিশোরী। দু’চোখের তীক্ষ্ণ চাহনিতে ঝরে পড়ছে আগুন। ১৯৮৪ সালে এই আফগান কিশোরী শরবত গুলার ছবি ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার প্রচ্ছদে ছেপে বেরনোর পরে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিল মেয়েটি। চার দশক আগে যুদ্ধদীর্ণ আফগানিস্তানের প্রতীক হয়ে উঠেছিল সেই ছবি। সাম্প্রতিক তালিবান জমানায় আবার ফিরে এসেছে সেই আতঙ্ক। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে একই আর্জি জানিয়েছিলেন গুলাও। তাঁর আর্তিতে সাড়া দিয়ে শরণার্থী হিসাবে তাঁকে আশ্রয় দিল ইটালি সরকার।

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছেপ্রধানমন্ত্রী মারিও দ্রাঘির দফতরের তরফে । গুলার ওই ছবিটি তুলেছিলেন আমেরিকার চিত্রগ্রাহক স্টি‌ভ ম্যাকরি। যুদ্ধক্ষেত্রের আলোকচিত্রী হিসাবে বিশেষ খ্যাতি রয়েছে তাঁর। ২০০২ সালে ফের গুলাকে খুঁজে পান তিনি। ২০১৪ সালে পাকিস্তানে ফের গুলার সন্ধান মেলে। তবে তাঁর বিরুদ্ধে নথি নকল করে পাকিস্তানে আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। তাঁকে দেশে ফেরায় পাকিস্তান। এ বার অবশ্য তাঁকে শরণার্থী হিসাবেই আশ্রয় দিয়েছে ইটালি।

 

Exit mobile version