এলামনাই নাইট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ১৯ নভেম্বর

সন্ধান২৪.কমঃ আগামী ১৯ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইন্কের গৌরবের ২৯ বছর উপলক্ষে এলামনাই নাইট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে।
‘রাজনৈতিক দলের প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনের সময়ের দাবি’ শীর্ষক বিষয়কে সামনে রেখে বিকেল ৪ টায় লাগোরডিয়া হোটেলে এই অনুষ্ঠান পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মিজানূর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন। সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. এ এফ ইমাম আলী, প্রফেসর ড. শফিকুর রহমান, ড. রাহমান নাসির উদ্দিন।
অনুষ্ঠানটি সফল করার জন্য আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদকে আহ্বায়ক, আবদুল আউয়াল শামীম সদস্য সচিব, প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স ও সাধারণ সম্পাদক এস, এম, ইকবাল ফারুককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

Exit mobile version