কমলা হ্যারিস ‘উগ্র বাম উন্মাদ’, প্রচারে কঠিন আক্রমণ ট্রাম্পের

সন্ধান২৪.কম ডেস্ক :  ডোনাল্ড ট্রাম্পের  প্রতিদ্বন্দ্বী বদলেছে। সেজন্য আক্রমণের কৌশলও বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আগামী নভেম্বরের ভোটে ট্রাম্পের  প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার ডেমোক্র্যাট শিবিরের এই সম্ভাব্য পদপ্রার্থীকে কড়া ভাষায় নিশানা করলেন ট্রাম্প। বুধবার এক প্রচার সভায় প্রাক্তন প্রেসিডেন্ট দাবি করেছেন, ‘কমলা হ্যারিস উগ্র বামপন্থী উন্মাদ। উনি দেশ চালানোর পক্ষে অযোগ্য।’ ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে এতদিন ‘স্লিপিং জো’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। এবার একইভাবে ভাইস প্রেসিডেন্টকেও ‘লায়িং কমলা’ বলে বিঁধেছেন রিপাবলিকান প্রার্থী।  জনসভায় ট্রাম্পের অভিযোগ , গত সাড়ে তিন বছরে বাইডেনের প্রতিটি বিপর্যয়ের পিছনে অতি-উদারবাদী চালিকা শক্তি হিসেবে বিশেষ ভূমিকা ছিল লায়িং কমলার। উনি আমেরিকার প্রেসিডেন্ট হলে দেশকে ধ্বংস করে দেবেন। আর, আমরা এটা কখনই হতে দিতে পারি না।’ তাঁর বক্তব্যে অন্তত ৪৫ বার কমলার নাম করেন ট্রাম্প। তাঁর অতীত ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘রাশিয়া যাতে ইউক্রেনে আক্রমণ না করে, তার জন্য কমলাকে ইউরোপে পাঠানো হয়েছিল। কিন্তু, তিনি কী করেছিলেন? উনি ফিরে আসার পাঁচদিন পরেই রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করে। পুতিন ওঁকে পাত্তাই দেননি। এমন ব্যক্তি আমেরিকাকে শাসন করবেন কীভাবে?’
ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার দৌড়ে কমলা এগিয়ে থাকলেও এখন তাঁর নামে সিলমোহর দেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কেন? সম্ভাব্য কারণ হিসেবে শোনা যাচ্ছে, কমলা আদৌ ট্রাম্পকে হারাতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান ওবামা। বাইডেন তাড়াহুড়ো করে কমলার নাম ঘোষণা করায় তাই তিনি অবাকই হয়েছেন বলে খবর। এখন এব্যাপারে ওবামার সিদ্ধান্তের দিকে তাকিয়ে ডেমোক্র্যাট শিবির।

 

Exit mobile version