কুকুরের দুধপানে বাঁচলো ছাগশিশু

এই ঘটনা বিরল। ছবি সংগৃহীত

সন্ধান২৪.কমঃ এক ছাগলছানা নিয়মিত  কুকুরের দুধপান করে বেঁচে আছে । এমন ঘটনা দেখে আশ্চর্য গ্রামের মানুষ। এই বিরল  ঘটনা ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের খারজুলি গ্রামে।  সেখানেই মা কুকুরের দুধপান করতে দেখা গেছে এক ছাগলছানাকে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, খারজুলি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের বাড়িতে বেশ কয়েকটি ছাগল রয়েছে। তিনি জানান, দিন সাতেক আগে সন্তান জন্ম দেওয়ার পর একটি ছাগলের স্তনে দুধ আসেনি। এ কারণে ছানাটিকে নিজের কাছেই ঘেঁষতে দিত না মা ছাগল। এই জন্য সমস্যায় পড়েছিলাম আমরা। এমন সময় এগিয়ে আসে প্রতিবেশি তাহাসিন। 

তাহাসিন শেখ ফিরোজের প্রতিবেশি দ্বিতীয় শ্রেণির এক ছাত্র। 

তাহাসিন জানায়, ‘একটি কুকুর রোজ আমাদের বাড়ির সামনে এলে ওকে আদর করে খেতে দিই। ওর নাম ‘টাইগার’। কিন্তু ওটুকু ছাগলছানা খেতে পারছিল না বলে, আমার খুব কষ্ট হচ্ছিল। তাই টাইগারের কাছে ওকে দুধ খাওয়াতে নিয়ে যাই। এখন যেন ওই পথকুকুরটিই ওই ছাগলছানার মা হয়ে গিয়েছে। 

এবিষয়ে দেশটির প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. উষা দে জানান, ‘এই ঘটনা খুবই ব্যতিক্রমী, সহজে দেখা যায় না। এই বিষয়ে খোঁজ নেব।

 

Exit mobile version