সন্ধান২৪.কম: নিউ ইয়র্কে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি তার রাজনৈতিক সংগ্রাম ও দেশবাসীর জন্য ত্যাগের কথা স্মরণ করা হয়।
এতে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


গত ৩০ ডিসেম্বর সন্ধায় জ্যাকসন হাইটস জামে মসজিদে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি‘র সাবেক সভাপতি আব্দুল লতিব সম্রাট ও যুক্তরাষ্ট্র বিএ্নপি‘র সাবেক সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন ভূইয়া, কাজী শাখাওয়াত হোসেন আজম, জাকির এইচ চৌধুরী, ফিরোজ আহমেদ, আমিনুল ইসলাম, গোলাম ফারুক শাহীন, সাইদুর রহমান ডিউক, মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমান, আব্দুল বাতেন, আহবাব চৌধুরী খোকন, মাকসুদুল হক চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, আবু জাফর মাহমুদ প্রমুখ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আব্দুল লতিব সম্রাট বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন এবং অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে মন্তব্য করেন জিল্লুর রহমান জিল্লু । তিনি বলেন, দেশের যেকোনও সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। রাজপথে নেমেছেন। তিনি কখনও আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


