সন্ধান২৪.কম: গত ৩০ ডিসেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের মামাস পার্টি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশয়েন নর্থ আমেরিকা ইনক্রে (২০২৪-২০২৫) কার্যকরী কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। ১ম পর্বে (২০২৪-২০২৫) কার্যকরী কমিটির শপথ গ্রহন ও আলোচনা, ২য় পর্বে ছিল বিশ্ববিদ্যালয় শিল্পীদের এবং ৩য় পর্বে ছিল অতিথি শিল্পীদের পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আশরাফ উদ্দীন আহেমেদ (প্রাক্তন অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং গেষ্ট অব অনার ছিলেন কনসাল জেনারেল নাজমুল হুদা। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শাসুদ্দিন আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জাহঙ্গীর শাহনেওয়াজ ডিফেন্স এবং বর্তমান সভাপতি মাহমুদ আহমেদ।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাংবাদিক ছন্দা বিনতে সুলতান এবং শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক ইয়াসমিন ফাত্তাহ ঝর্না। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়। এরপর (২০২৪-২০২৫) কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শাসুদ্দীন আজাদ। এরপর দুটি সমবেত সংগীত পরিবশনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক কর্মীরা। এছাড়া কবিতা আবৃত্তি করেন ফাহমিদা জিসর জাহান, শিবলী সাদেক , সৈয়াদা পারভীন পলি, জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিফেন্স। নিজের লেখা গল্প এক কাপ চায়ের অংশ বিশেষ পাঠ করে শুনান কবি ছন্দা বিনতে সুলতান। এছাড়াসংগীত পেিবশন করেন হাসান মাহমুদ, শামসুন নাহার মিলি, ফুলু রায়, রেজা কামাল প্রমুখ।
বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আশরাফ উদ্দীন আহমেদ। তিনি তার বক্তব্যে চবিয়ানরা অতিত স্মৃতি তুলে ধরেন।
গেষ্ট অব অনার কনসাল জেনারেল যেহেতু চবিয়ান, তাই তিনি ছিলেন নষ্টালজিফ এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে সবাইকে নষ্টালফিজ করে তুলেন।
কনসাল জেনারেল তার বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অসাধারণ প্রকৃতির কথা তুলে ধরেন। শাটল ট্রেনের কথা বলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কামরুজ্জামান বকুল, আফজাল হোসেন এর ক্লোজ আপ তারকা নিলীমা শশী।
সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি অনষ্ঠান চলে।