ঢাবিতে এফবিএস ভার্চুয়াল চাকরি মেলা অনুষ্ঠিত

সন্ধান২৪.কম : মেধাবী তরুণ গ্র্যাজুয়েট, অভিজ্ঞ পেশাজীবী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান সবাইকে একই প্ল্যাটফর্মে আনতে  ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগিতায় ‘ম্যানেজমেন্ট অ্যালায়েন্স প্লেসমেন্ট সেন্টার, এ উইং অব ম্যানেজমেন্ট অ্যালায়েন্স’ সম্প্রতি আয়োজন করে এফবিএস ভার্চুয়াল জব ফেয়ার ২০২০। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল মইন প্রধান অতিথি হিসেবে এই ফেয়ারের উদ্বোধন করেন।

বিদেশী ও বহুজাতিক নিয়োগদাতা প্রতিষ্ঠান এই ভার্চুয়াল চাকরি মেলায় অংশ নেয় এবং এতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রায় ১০০টির বেশি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল জব ফেয়ারে নিয়োগদাতা প্রতিষ্ঠানের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা, ক্যারিয়ার বিষয়ক আলোচনা যেমন আনলিশ ইউর ক্যারিয়ার পটেনশিয়াল, ইউনিলিভার ক্যারিয়ার টক, আনলক ক্যারিয়ার পসিবিলিটিস উইথ জিপি লিডারসসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়।

 

Exit mobile version