ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। একইসঙ্গে বাড়ছে তেলের দাম। এমন পরিস্থিতিতে তেলের জন্য সৌদি আরবের দ্বারস্থ হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ ৭ মার্চ একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, তেলের উৎপাদন বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এর আগে জ্বালানি তেলের সংকট নিরসনে ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। এ সময় যুক্তরাষ্ট্রে তেল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিতে ভেনেজুয়েলার কর্মকর্তাদের আহ্বান জানান তারা।