সন্ধান ২৪.কম:দক্ষিণ আফ্রিকায় ৪০ দিনে ২০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ২০২২ সালের শুরুতেই এসব বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
সড়ক দুর্ঘটনা, হৃদরোগ এবং ডাকাতের গুলিতে মৃত্যু হয়েছে এসব বাংলাদেশির। এছাড়া কোনো কোনো বাংলাদেশিকে অপহরণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে।
স্বাভাবিক নিয়মে প্রতি বছর ডিসেম্বর আসলেই দক্ষিণ আফ্রিকায় চুরি ডাকাতি ও খুন বেড়ে যায়। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে স্বাভাবিকের চাইতে অপরাধের সংখ্যা কম থাকলেও জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসে চুরি ডাকাতি এবং খুনের ঘটনা বেড়ে গেছে।
তবে গত ৪০ দিনে মৃত্যু হওয়া ১৯ বাংলাদেশির মধ্যে ৪ চারজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ৬ জনের মৃত্যু হয়েছে ডাকাতের গুলিতে, ৭ জনের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে এবং রেজাউল আমিন মোল্লা নামের একজনকে অপহরণ করে পুড়িয়ে খুন করা হয়েছে।
সর্বশেষ গত সোমবার জোহানেসবার্গ সংলগ্ন বেনোনীতে নিজ বাসায় খুন হয়েছেন মিরাজ নামের একজন বাংলাদেশি। এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজন বাংলাদেশি নাগরিক জড়িত বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে। এছাড়া বুধবার রাতে শিবলু নামের আরেক বাংলাদেশি পুমালাঙ্গা প্রদেশে নিজ দোকানে ডাকাতের গুলিতে খুন হয়েছেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিরা প্রতিনিয়ত খুনের শিকার হলেও বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠনগুলো নীরব দর্শক। দূতাবাস চাইলে প্রতিটি হত্যাকাণ্ডের কারণ তদন্তের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে মামলা দায়ের করতে পারে। কিন্তু দূতাবাস যেন দায়সারাভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যায়।