সন্ধান২৪.কমঃ ১৭ মার্চ শুক্রবার এস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানাধীন হ্যালো বাংলাদেশ নামে নতুন একটি হালাল রেস্টুরেন্ট চালু হয়েছে। দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সোসাইটির ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ।
উদ্বোধনের পরই রেস্টুরেন্টতে দেশি-বিদেশি অনেক উৎসুক মানুষ নতুন এই বাংলাদেশি রেস্টুরেন্টটি দেখতে ও খাবারের স্বাদ নিত সেখানে ছুটে যান। বাংগালীয়ানা সব খাবারের পাশাপাশি ক্যাটারিং ও পার্টি হলে অনুষ্ঠান করারও ব্যবস্থা রাখা হয়েছে বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান। হ্যালো বাংলাদেশের অন্যতম মালিক শাহনেওয়াজ বাঙালি খাবার সম্পর্কে বলেন, আমরা বাংলাদেশি অথেনটিক হালাল খাবার পরিবেশনের জন্যই এই রেস্টুরেন্ট চালু করেছি। বাংলাদেশি শুধু নয়, আমেরিকানদের কাছে বাঙালি খাবারকে পরিচয় করানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি নেতা, সাংবাদিকসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।