সন্ধান২৪.কম: সংগীত গবেষক ও শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবি, কবিতা এবং আবৃত্তির আসর বসায় যৌথ ভাবে বাংলাদেশ রাইটার্স ক্লাব,যুক্তরাষ্ট্র ও বিপা।
২৯শে জুন, শনিবার সন্ধ্যায় উডসাইডের পিএস-১২ ৬ষ্ঠ ধারাবাহিক সাহিত্য আসর সাহিত্য-সঙ্গীতের এক নান্দনিক মাত্রা যোগ হয়। গানে তাঁর অসাধারণ দখল, নিবিড়-গভীর মনোসংযোগ,গানের কথার মর্মবাণী উচ্চারণ এবং অনবদ্য পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতা মুগ্ধ হয়ে যান। সুরে নিমগ্ন থাকা মুত্তালিবকে মাঝে মাঝে ধ্যানমগ্ন শ্রোতারা করতালি দিয়ে প্রশংসিত করেন।
অনুষ্ঠানের শুরুতেই শুদ্ধচারী এই শিল্পীকে উত্তরীয় পড়িয়ে দেন বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও লেখক হুসনে আরা বেগম।
মুত্তালিব বিশ্বাসকে ভালোবাসায় সিক্ত করে শুভেচ্ছা ভাষণ এবং ফুলেল অভিনন্দন জানান প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ ও মুহাম্মদ ফজলুর রহমান, বিশিষ্ট্য নাট্যশিল্পী রেখা আহমদ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, সাংবাদিক কৌশিক আহমেদ, বিপা‘র এনি ফেরদৌস, সেলিমা আশরাফ ও নিলোফার জাহান, শহীদ উদ্দিন, শামস উদ্দিন,কবি কাজী আতিক ও শামস আল মমিন,ভাস্কর আকতার আহমেদ রাসা, খালেদ সরফুদ্দিন প্রমূখ।
আয়োজনের প্রথম পর্ব শুরু হয় ‘পড়শি কাব্য‘র কথায় ও গানে। প্রথমে নয় জন স্থানীয় কবিদের তিনটি করে লেখা আবৃত্তি করে শুনান আহসান হাবিব, হীরা চৌধুরী ও সেলিমা আশরাফ।
আবৃত্তি পর্ব শেষে অনুষ্ঠানে ৯০ বছর বয়ষ্ক সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস প্রায় দুই ঘন্টাব্যাপী পুরনো দিনের বিখ্যাত শিল্পীদের বিভিন্ন ধরনের জনপ্রিয় গাওয়া গানগুলো একের পর এক গানের বর্ণনাসহ পরিবেশন করেন।
উপস্থাপনায় ছড়াকার মন্জুর কাদের গানের ফাঁকে ফাঁকে বিভিন্ন কথার মাধ্যমে সঙ্গীতজ্ঞকে স্মৃতিচারণে সহায়তা করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাচিকশিল্পী জিএইচ আরজু ও সাবিনা শারমিন নিরু।
বাদ্যযন্ত্রে ছিলেন পিনাক পানি গোস্বামী,শহীদ উদ্দিন ও কেতকী ফারহানা। মঞ্চ সজ্জায় ছিলেন আখতার আহমেদ রাশা।