সন্ধান২৪.কম : মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটির বার্ষিক ডিনার ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হলো ।
গত রোববার উডসাইডের গুলশান টেরেসে নিউ ইয়র্কের গভর্নর ও মেয়রের প্রতিনিধি,এসেম্বলী মেম্বারস জেনিফার রাজকুমার ,কাউন্সিল মেম্বার শেখর কৃষানা , কাউন্সিল মেম্বার জুলি উনা ,বাংলাদেশ কনসোলেটের প্রথম সেক্রটারী ইসরাত জাহান,এসেম্বলী ওমেন ক্যাথেলীনা ক্রুজের প্রতিনিধি ও সংগঠনের সম্পাদক কাজী জিমির উপস্হিতিতে বার্ষিক ডিনার ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় । নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্মাদক হয়েছেন আমিন মেহেদী ।
কমিউনিটিকে ‘চল যাই মূলধারায়’ এবং নতুন প্রজম্মকে কমিনিটির সাথে তৃণমূলের সাথে সম্পৃক্ত আহবান জানিয়ে অতিথিরা তাদের বক্তব্য রাখেন।
চাইনিজ কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউ এ -৩ প্রেসিডেন্ট ডন হন্ক আয়োজক সংগঠনের প্রশংসা করে বলেন , প্যান্ডামিকের মধ্যে জীবনের ঝুকি নিয়ে কমিউনিটির সেবা করেছে । প্যান্ডামিকের মধ্যে সংগঠনের কার্যক্রমের প্রতি স্বীকৃতি স্বরুপ নিউ ইয়র্কের গর্ভনর কেথি হোকলের পক্ষ থেকে প্রোর্কলেমেশন প্রদান করা হয় । এছাড়া ও নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামের পক্ষ থেকেও সাইটেশন সহ প্রতিনিধি প্রেরণ করা হয় । এসেম্বলী মেম্বার জীনিফার রাজকুমার কভিট -১৯ এর সংকট কালিন সময়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন এই সংগঠনটি আমার একটি পরিবার আমি নিজে সাক্ষী মোহাম্মদ আলীও তার টিম নিয়ে মাঠে ঘাটে খুবই পরিশ্রম করে চলেছে আর এই সেবার জন্য আমি নিজে তাকে প্রোকলেমেশন প্রদান করছি । তিনি মেয়র এডামস এর পক্ষ থেকে এ সংগটনকে সাইটেশন তুলে দেন । কমিউনিটি বোর্ড ১২ এর চেযারপার্সন রেভন থর্ব ও ভাইস চেয়ার বেলাল সংগঠেনের পক্ষ থেক ব্যালেক কমিউনিটির জন্য ফুড ও স্কুল সাল্পাই আয়োজন করায় ধন্যবাদ জানান ।
প্যান্ডামিকের মধ্যে কমিউনিটিকে গুরুত্ব পূর্ন ভূমিকা রাখায় এসেম্বলী ওমেন জেনিফার রাজ কুমারের পক্ষ থেকে ৭ টি প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ , গাই আর বøুবার্ড ক্লাবের সেক্রটারী ও ডিস্টিক লিডার প্রিস্টন, প্রথম সিনেট প্রার্থী মোরশেদ আলম , ডিস্টিক এর্ট লার্জ এটর্নী মঈন চৌধুরী, জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ , আজহারুল হক মিলন, ফকরুল আলম, আব্দুর রহিম হাওলাদার ,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন , ফাহাদ সোলাইমান ,এন ওয়াই পিডি ক্যাপটেইন প্রিন্স আলম, জেবিবিএ-এর সাধারণ সম্পাদক তারেক হাসান, এমআরবি চেয়ারম্যান শাকিল চৌধুরী, আহসান হাবিব, হাসান জীলানী , সভাপতি বিপুল উজ্জল, আবু নাসের , সফিক ইসলাম , মীর্জা জামান শামিম . ফারুক হোসেন মজুমদার,আব্দুল্লাহ আল মাহমুদ , আবদুস সাত্তার খান, মোহাম্মদ সহীদুল্লাহ, আবুল কাশেম চৌধুরী , একে এম রসিদসহ কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা । অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি বোর্ড মেম্বার আহনাফ আলম। সাংকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে ।
অনুস্টানে বাংলাদেশী প্রবাসী ছাড়াও অন্যান্য কমিউনিটির অ গুরুত্বপুর্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।