সন্ধান২৪.কম: নিউইয়র্কের আঞ্চলিক সংগঠন মাগুরা জেলা সোসাইটির সাধারণ সভা এবং সদস্য সংগ্রহের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৫ মে বিকালে জ্যাকমসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আজিজুল হক খোকন। মহাসচিব মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় মঞ্চে ছিলেন মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ, মোহাম্মদ তাহাজ্জত হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়াওম্যান কাজী আজিজুল হক খোকন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তাহাজ্জত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তন্মি সুলতানা, উৎপল দত্ত, বাহারুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নিলুফা বেগম ও নাজনীন নীহার প্রমুখ।
কাজী আজিজুল হক খোকন বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা প্রবাসী মাগুরাবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়াবো। সুখ এবং দুঃখ আমরা ভাগাভাগি করে সামনের দিকে এগিয়ে যাবো। তিনি সবাইকে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান।
অন্য বক্তারা এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেন। তারা বলেন, এটা আমাদের প্রাণের সংগঠন। অনুষ্ঠানের শুরুতেই সদস্য সংগ্রহ করা হয়। প্রবাসে মাগুরার যারা মৃত্যুবরণ করেছেন তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।