সন্ধান২৪.কম: নিউইয়র্কে রিয়েল এস্টেট এজেন্ট সারোওয়ার খান বাবুর বিরুদ্ধে কন্ঠশিল্পী প্রমি তাজকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে । পুলিশ সারোওয়ারকে গ্রেপ্তার করার চেষ্টা করছে । ঘটনাটি নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে ব্যাপক চ্যাঞ্চল্য সৃষ্টি করেছে। গত কাল সন্ধা থেকেই সোসাল মিডিয়ায় ব্যাপারটি নিয়ে প্রচুর লেখা-লেখি হচ্ছে।
এই ঘটনার বিষয়ে জানতে চাওয়ার জন্য নিউইয়র্কে একটি রাজনৈতিক দলের গুরত্বপূর্ণ সদস্য সারোওয়ার খান বাবুর কাছে ফোন করলে তাকে পাওয়া যায় নাই। এ ঘটনায় প্রমি রিয়েল এস্টেট এজেন্ট সারোওয়ার খানের বিরুদ্ধে এনওয়াইপিডি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১ টার দিকে জ্যামাইকার ১৮৯-১০ হিলসাইড অ্যাভিনিউর এক্সিট রিয়েলটর অফিসে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সারোওয়ারকে চাকরিচ্যুত করেছে এক্সিট রিয়েলটর। বিষয়টি রাতে প্রকাশ্যে আসার পর কমিউনিটিতে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এই ঘটনার বিষয়ে কন্ঠশিল্পী প্রমি জানান, ১৮৯-১০ হিলসাইড অ্যাভিউনিতে অবস্থিত এক্সিট রিয়েলটরের অফিসে কাজ করেন। সারোয়ার খান বাবুও এই অফিসে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে দায়িত্বরত। মঙ্গলবার দুপুর ১ টার দিকে সারোওয়ার খান বাবু অফিসে কাজের কথা বলে তার ডেকে নিয়ে যান।
এনওয়াই পিডি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য জনপ্রিয় কন্ঠশিল্পী প্রমি বলেন, আমি তার রুমে ঢুকার পর সারোওয়ার দরজা আটকে দেন এবং আমার হাত ধরে টেনে জোরপূর্বক তার দিকে টেনে নেয়ার চেষ্টা করেন এবং আমাকে চুমু দেয়ার চেষ্টা করেন এবং অশালীনভাবে হয়রানীর চেষ্টা করেন। পরে আমি তাঁর হাত থেকে ছুটে রুম থেকে বেরিয়ে আসি এবং ঘটনাটি সাথে সাথে অফিসের ম্যানেজারকে বলি। ঘটনা শুনে ম্যানেজের তাৎক্ষণিক তাঁকে চাকুরিচ্যুত করেন ও তখন ৯১১ এ কল দিয়ে পুলিশ ডাকা হয়।
প্রমি আরো বলেন, খবর পেয়ে পুলিশ অফিসে পৌঁছালে তখন সারোওয়ার সেখান থেকে পালিয়ে যায়। এজন্য পুলিশ তাকে আটক করতে পারেনি। এ বিষয়ে আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি । পুলিশ তাকে গ্রেপ্তার করতে খুঁজছে ।
তিনি আরো বলেন,’ আমি নিউইয়র্কে দীর্ঘ ১ যুগ ধরে কন্ঠশিল্পী হিসেবে পারফর্ম করছি । আমি চাই তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক । সংবাদ সুত্রঃ টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক