সন্ধান২৪.কম : নিউইয়র্ক এস্টোরিয়ায় বৈশাখী রেষ্টুরেন্টে এক তরুণ বাঙ্গালী আরেক বাঙ্গালীকে গুলি করেছে । গুলিবিদ্ধ ছেলেটিকে হাসপাতালে নেয়া হয়েছে । তার অবস্থা সংকটজনক। বিষয়টি নারী ঘটিত বলে একটি দায়িত্বশীল সুত্র থেকে জানা গেছে ।

পুলিশ তদন্ত চলাচ্ছে । এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
শনিবার ৩ জুন সন্ধ্যা সাতটা নিউইয়র্কের এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্ট এই ঘটনা ঘটে । উভয় পক্ষই বাঙালি তরুন বয়সের ছেলেরা ।
এই ঘটনার উল্লেখ করে ফেসবুকে মাহবুব রহমান লেখেন, “এখানে ডিনার খাওয়ার জন্য থেমেছিলাম । দেখি দরজায় পুলিশ । রেষ্টুরেন্ট বন্ধ। সন্ধা সাতটায় এস্টোরিয়ার ৩৬ এভিনিউর বৈশাখী রেষ্টুরেন্ট বন্ধ কেন?

আমরা হ্যালো বাংলাদেশ নামের অন্য রেষ্টুরেন্টে চলে যাই। সেখানে বসে রোস্ট রুটি আর ফিলি চিজস্টেক খাই। খেতে খেতে ঘটনা শুনলাম। হ্যালো বাংলাদেশের একজন দায়িত্বশীল বললেন, বৈশাখীতে গ্যাং রিলেটেড ভায়োলেন্স হয়েছে। বৈশাখী রেষ্টুরেন্টের এক কর্মির সাথে পাশের আরেকটি বাংলাদেশী গ্রোসারির এক কর্মচারির কি নিয়ে বাক বিতন্ডা হয়েছিল। গ্রোসারির ঐ ছেলেটি নাকি গ্যাং রিলেটেড! সে আরো সাঙ্গপাঙ্গ নিয়ে এসে বৈশাখী রেষ্টুরেন্ট ভাঙচুর করে এবং রেষ্টুরেন্টের যে ছেলের সাথে আগে ঝগড়া ছিল তাকে একটি পিস্তল দিয়ে অন্তত দুটি গুলি করে। ছেলেটিকে হাসপাতালে নেয়া হয়েছে। ”