সন্ধান২৪.কম: এক সময় নিউইয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা কামাল মৃধা মারা গেছেন । মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আদিনাথ বসু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নারায়ণগঞ্জে শামীম ওসমানবিরোধী নেতা হিসেবে পরিচিত কামাল মৃধার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কামাল মৃধা কয়েক বছর আগেও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রিন্টিংয়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সার্বিক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
কামাল মৃধার মৃত্যুত নিউইয়র্কে তার বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি, আত্মীয়-স্বজনরা তার বিষয়ে খোঁজ-খবর নিতে শুরু করেছে। অনেকেই তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কামাল মৃধার গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে নগরীর ডিআইটি মসজিদে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নগরীর ২ নম্বর রেলগেটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাখা হয়।
কামাল মৃধা ১৯৮০ সালে শহর ছাত্রলীগের সভাপতি হন। ১৯৮৫ সালে শহর যুবলীগের সভাপতি এবং পরে জেলা আওয়ামী লীগের (নাজমা রহমান-শামীম ওসমান) কমিটির প্রচার সম্পাদক হন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি কমিটির উপসম্পাদক ছিলেন।