নিউইয়র্কের ফুটপাতে ইলিশ, পুঁটি, কই, মাগুর, কাতল, চিতল

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কের ফুটপাতে হাঁটলেই এখন দেখা যাচ্ছে নানান রকমের মাছ। বিশেষ করে তুষারপাত, প্রচন্ত ঠান্ডা ও বৃষ্টির দিনে ফুটপাতে এইসব মাছের দেখা মিলছে।
বাংলাদেশী অধ্যূষিত এলাকার বাঙালী গ্রোসারির সামনে টেবিলে এসব মাছ থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। মূলতঃ ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করার জন্যই মাছ বিক্রেতারা এই অভিনব পন্থা অবলম্বন করেছেন।


গত কয়েকদিন নিউইয়র্কে প্রচন্ড ঠান্ডা পড়েছিল। আর সেই সাথে ছিল তুষারপাত। তাপমাত্রাও ছিল হিমাঙ্কের নিচে। এই সুযোগে ‘প্রকৃতির ফ্রীজ’ কাজে লাগিয়ে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, ব্রঙ্কসের বিভিন্ন এলাকায় বাঙ্গালি গ্রোসারীর মালিকরা ফুটপাতে রাখা টেবিলে বিভিন্ন ধরনের মাছ স্তুব করে রাখছেন।
তাই এখন ফুটপাত দিয়ে হাঁটলেই দোকানের সামনে দেখা যায়, ইলিশ, পুঁটি, কই, মাগুর. কাতল. চিতল, রুই.পাঙ্গাস,চিংড়ি, বাইন,কোরাল, তেলাপিয়াসহ বিভিন্ন রকমের মাছ।


ফুটপাতে মাছ রাখার ব্যাপারে একটি দোকানের মালিক বললেন, এতে আমরা দুটি সুবিধা পাচ্ছি। এক. ক্রেতাদের সহজেই আকৃস্ট করা যায়। দুই. মাছ বাহিরে রাখলে ‘ডিপ ফ্রীজের’ খরচ বেঁচে যায়। যেহেতু কিছুটা খবর বেঁচে যাচ্ছি, তাই আগের মূল্যের চেয়ে এখন প্রতি পাউন্ডে দশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা দাম কম রাখা হচ্ছে। আর বিক্রীও হচ্ছে আগের তুলনায় অনেক বেশী।
ফুটপাতের এসব মাছ দেখে ‘মাছে ভাতে বাঙালি’ থমকে দাঁড়াচ্ছেন, টিপে টিপে উল্টে-পাল্টে দেখছেন। দাম পরখ করছেন। তারপর সব কিছু মিলে গেলে ফুটপাতের মাছ কিনে বাড়ি ফিরছেন।

Exit mobile version