সন্ধান ২৪.কম:সূর্যের শক্তিশালী সৌরকণার ফলে সপ্তাহখানেক আগেই পৃথিবীতে মাঝারি মাপের ভূ-চৌম্বকীয় ঝড় প্রভাব ফেলেছিল। আবারও ধেয়ে আসছে সৌরঝড়। আজ ও আগামীকাল এই সৌরঝড় পৃথিবীতে নির্গত হতে পারে।
বাংলাদেশ সময় অনুযায়ী, বুধবার সকাল ১১ টা ৩৮ মিনিট থেকে বৃহস্পতিবার দুপুর ৩ টা ৫৩ মিনিট পর্যন্ত মাঝারি ভূ-চৌম্বকীয় ঝড়ের প্রভাব পৃথিবীতে পড়তে পারে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইসার কলকাতা) অন্তর্গত সেন্টার অব এক্সিলেন্স ইন স্পেস সায়েন্সেস (সেস) এ তথ্য জানিয়েছে।
সেস জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি সূর্যে ‘ফিলামেন্ট’ (সৌরপৃষ্ঠের উপর অত্যন্ত ঘন এবং শীতল আয়োনাইজড গ্যাসের মেঘ হল সোলার ফিলামেন্ট, যা বিপরীত চৌম্বকীয়ক্ষেত্রের মধ্যে থাকে) বিস্ফোরণ পরিলক্ষিত হয়েছিল। তা ধরা পড়েছে সোলার অ্যান্ড হেলিয়োস্ফেরিক অবজারভেটরি (সোহো) মিশনের লার্জ অ্যাঙ্গেল অ্যান্ড স্পেকট্রোমেট্রিক করোনাগ্রাফে (ল্যাসকো)।
সূর্যের বিভিন্ন অজানা তথ্য অনুসন্ধানের জন্য ১৯৯৫ সালে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে সোহো মিশন চালু করেছিল। যা নিয়মিত সূর্যের প্লাজমা থেকে আসা ‘করোনাল মাস ইজেকশন’-কে (সূর্যের চৌম্বকক্ষেত্রে প্রচুর শক্তি আছে। কখনও কখনও প্রবল বিস্ফোরণ হয়। যা পরমাণু বোমার মতো হয়। সেখান থেকে যে শক্তি বেরিয়ে আসে, সেটাই হল করোনাল মাস ইজেকশন) চিহ্নিত করে থাকে।
সেস জানিয়েছে, পৃথিবীতে মাঝারি ভূ-চৌম্বকীয় ঝড়ের প্রভাব পড়বে। প্রতি সেকেন্ডে যে ভূ-চৌম্বকীয় ঝড়ের গতিবেগ ৪৫১ থেকে ৬১৫ কিলোমিটার হতে পারে।