প্রায় তিন হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়িতে যান্ত্রিক ত্রুটি (ফ্রন্ট সাসপেনশন) শনাক্ত হওয়ায় তাদের মডেল-y এবং মডেল-৩ এর তিন হাজার গাড়ি ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন(এনএইচটিএসএ) এক বিবৃতিতে তথ্যগুলো জানায়। খবর বিজনেস ইনসাইডারের।

এনএইচটিএসএ এর রিপোর্টে বলা হয়েছে, দুই হাজার সাতশ একানব্বইটি টেসলা কার শনাক্ত করা হয়েছে যেগুলো অস্বাভাবিক শব্দ করে এবং গ্রাহকরা গাড়িগুলোর ব্যাপারে ত্রুটির অভিযোগ করেছেন। রিপোর্টে আরো বলা হয়েছে, এই যান্ত্রিক ত্রুটি গাড়িগুলোকে মারাত্মক দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে। চলন্ত অবস্থায় ত্রুটি দেখা দিলে গাড়ির সামনের চাকাটি হঠাৎ বেঁকে যেতে পারে এবং গাড়ীটিকে অস্থির করে তুলতে পারে।

প্রত্যাহার করে নেয়া গাড়ীগুলো বেশিরভাগই ২০২০সালে তৈরিকৃত টেসলার Y মডেলের গাড়ি এবং কিছু রয়েছে মডেল-৩ এর গাড়ি। প্রত্যাহারের শর্ত অনুযায়ী টেসলা গাড়ীগুলো ফ্রি তে মেরামত করে দিবে অথবা নতুন দিবে।তবে টেসলা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য যে, টেসলা গত জুনে প্রায় আট হাজার গাড়ি প্রত্যাহার করেছিল তাদের ত্রুটিপূর্ণ সিট বেল্টের কারণে। একই মাসে প্রায় ছয় হাজার টেসলার মডেল-৩ এবং মডেল-Ys এর গাড়ি ফিরিয়ে নিতে হয়েছিল প্রায়ই টায়ারের নাট লুজ হয়ে যাওয়ার সমস্যার কারণে।

Exit mobile version