সন্ধান২৪.কম ডেস্ক : মার্কিন মুলুকের ভোটের দিকে সকলের নজর। নভেম্বর মাসেই ভোট হবে সেখানে। মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিলেন সেখানকার উপ মুখ্যমন্ত্রী কমলা হ্যারিস। নিজের এক্স হ্যান্ডেলে তিনি সেই ছবি শেয়ার করেছেন। এরপর তিনি লিখেছেন, আজ আমি মার্কিন রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলাম। প্রতিটি ভোটের জন্য আমি লড়াই করব। নভেম্বর মাসে মার্কিন জনগনের ভোটে আমি জিতে ক্ষমতায় আসব।
আগেই কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। ৫৯ বছরের কমলা হ্যারিস নিজের প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে প্রচার শুরু করেছেন গত সপ্তাহে। আগেই জো বাইডেন নিজেকে এই নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন। যদি তিনি ভোটে লড়তেন তাহলে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে লড়াই করতেন।
৫ নভেম্বর মার্কিন মুলুকে প্রেসিডেন্ট হিসাবে যদি কমলা হ্যারিস নির্বাচিত হন তবে তিনি হবেন প্রথম ইন্দো-আমেরিকার মহিলা যিনি এই গৌরব অর্জন করবেন। কমলার বাবা একজন জামাইকান এবং মা একজন ভারতীয়। তবে শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত।