বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলা বর্ষবরণ ১৪২৯ উদযাপন করা হয়েছে।
কোরিয়াতে বসন্ত চলাকালীন ‘মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ১৭ এপ্রিল রৌদ্রোজ্জ্বল সাপ্তাহিক ছুটির দিনে সিউলের প্রাণকেন্দ্রে পূজা পরিষদ দক্ষিণ কোরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আহবায়ক কমিটির সদস্য সুফল দত্ত, পার্থ কুমার দে, মৃদুল সোম, চন্দ্রিকা পাল ও মিঠুন সরকার প্রমুখ। তারা সাজ-সজ্জা, মঙ্গল শোভাযাত্রা ও নানা ধরনের দেশীয় খাদ্য সামগ্রীর আয়োজন করেন। অনুষ্ঠানটি উন্মুক্ত ছিল সর্বসাধারণের জন্য। এছাড়াও ছোট শিশুদের জন্য ছিল ছোট ছোট উপহার সামগ্রী।
অতিথিবৃন্দের সাথে সাম্প্রতিক প্রবাসী জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে আলোচনা শেষে এবং নিয়মমাফিক অংশগ্রহণের জন্য অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে পরিষদের আহবায়ক ড. হাসি রাণী বাড়ৈ আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন উৎসব বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মঙ্গল কামনা করেন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তিনি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।