বাংলা কন্টেন্ট নকল হচ্ছে, উদ্ভাবক পুঁজি হারাচ্ছেন: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলা ভাষায় মানসম্মত ডিজিটাল কন্টেন্টের অনেক চাহিদা। কিন্তু আমাদের দেশে যারা এসব কন্টেন্ট তৈরি করে তারা খরচই তুলতে পারেন না, মুনাফা অনেক দূরের কথা।

এর কারণ হিসেবে তিনি বলেছেন, আমাদের দেশে খুব সহজেই আরেকজনেরটা নকল করে চালিয়ে দেওয়া হচ্ছে। ফলে এর মূল উদ্ভাবক পুঁজি হারিয়ে ফেলছেন।

শনিবার সকালে মোবাইল ফোন অপারেটর রবি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান হয়ে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। আলোচনার মূল বিষয় ছিল ‘প্রযুক্তিতে বাংলার ব্যবহার’।

বাংলা ভাষার জন্য মানসম্মত ডিজিটাল কন্টেন্ট তৈরিতে মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ জরুরি মন্তব্য করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা মেধা সম্পদকে সেভাবে তুলে ধরতে পারিনি। দেশে ভালো কন্টেন্ট পেতে হলে এ মেধা সম্পদকে সুরক্ষা দিতে হবে।

মোস্তাফা জব্বার বলেন, এখন রবি একটা কন্টেন্ট তৈরি করে দিল, পরের দিন কেউ এইটা কপি করে ইউটিউবে তুলে দিল। তাহলে রবি যে কন্টেন্টটা তৈরি করল, রবি এখানে যে কন্ট্রিবিউট করল, তার অবস্থাটা কী দাঁড়ালো? এতে করে এ থেকে যদি রবি দুই টাকা পেত সেটিও শেষ।

তিনি বলেন, অন্যান্য দেশে মেধাসম্পদ থেকে অনেক আয় হলেও বাংলাদেশে এখান থেকে সেরকম কোনো আয় হয় না।

এ সময় তিনি নিজের প্রতিষ্ঠানের মেধাসম্পদ রক্ষা করতে গিয়ে দেশে যে বিড়ম্বনার স্বীকার হয়েছেন সেটিও তুলে ধরেন।

Exit mobile version