সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল । তারা জানিয়ে দিল, ভারতে কোনও মতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশ।বাংলাদেশ না খেললে বিশ্বকাপে আইসিসি ২০ কোটি দর্শক হারাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার পরেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
বৈঠকের পর সাংবাদিকদের নজরুল বলেন, “বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমরা সকলেই চেয়েছি, যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কারণ, এই সুযোগ আমরা কষ্ট করে অর্জন করেছি। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেই পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি। নিরাপত্তার যে আশঙ্কা তৈরি হয়েছে তা কোনও বায়বীয় বিশ্লেষণ থেকে হয়নি। এটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। আমাদের এক জন সেরা ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত থেকে বার করে দিতে বলেছে। বিশ্বকাপ তো সেখানেই হচ্ছে।”
বুধবারের বৈঠকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তার কোনও ঝুঁকি নেই। আইসিসির সেই দাবি মানতে নারাজ বিসিবি। নজরুল বলেন, “আইসিসি যতই বলুক, যে দেশে আমাদের এক জন ক্রিকেটার নিরাপত্তা পায়নি, সেই দেশেই তো বিশ্বকাপ হচ্ছে। সেই দেশের পুলিশেরই তো দায়িত্ব থাকবে বিশ্বকাপে নিরাপত্তা দেওয়ার। ভারতে এমন কী বদল হয়েছে যাতে আমাদের মনে হবে যে, বিশ্বকাপে আমাদের দলের ক্রিকেটার, গণমাধ্যমের কর্মী ও সমর্থকদের নিরাপত্তা দিতে পারবে। আইসিসি আসল ঘটনা বাদ দিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকেও আমাদের কিছু বলা হয়নি। তাই আমাদের সিদ্ধান্ত বদলের কোনও জায়গা নেই।”
আরও এক বার আইসিসির কোর্টে বল ঠেলেছে বাংলাদেশ। নজরুলের আশা আইসিসি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তিনি বলেন, “আইসিসি আমাদের সুবিচার করেনি। আশা করি, আইসিসি সুবিচার করবে। শ্রীলঙ্কায় আমাদের বিশ্বকাপ খেলার অনুমতি দেবে। অতীতেও তো অনেক বার নিরাপত্তার কারণে অন্য জায়গায় খেলা হয়েছে। আমাদের নিরাপত্তার আশঙ্কা রয়েছে। আশা করছি, আইসিসি আমাদের দাবি মেনে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার অনুমতি আমাদের দেবে।” তবে বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা প্রকাশ্যে জানাননি নজরুল।
বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তার পরেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ তারা। নজরুল স্পষ্ট করে দিয়েছেন, “আর্থিক ক্ষতির থেকেও দেশের ক্রিকেটার, সমর্থক ও গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব জেনে তাদের আমি এমন দেশে পাঠাতে পারি না যেখানে আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। কোনও দেশে আমরা দল পাঠাব কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে আমাদের দেশের সরকারের। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতে আমরা খেলতে যাব না।”
আনন্দবাজার ডট কম ডেস্ক
