মহাকাশে আরও ৩ স্যাটেলাইট পাঠালো চীন

চীন বুধবার (৩০ মার্চ) সে দেশের উত্তরপশ্চিমাঞ্চলে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়ার।

বেইজিং সময় সকাল ১০টা ২৯ মিনিটে লং মার্চ-১১ নামের একটি ক্যারিয়ার রকেটযোগে এ তিন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো পরিকল্পনা অনুযায়ী কক্ষপথে প্রবেশ করে বলে সিনহুয়ার খবরে জানানো হয়।

তিয়ানপিং-২এ, তিয়ানপিং-২বি ও তিয়ানপিং-২সি নামের তিনটি স্যাটেলাইট মহাকাশে বায়ুমণ্ডলের পরিবেশ জরিপ এবং কক্ষপথ সংক্রান্ত পূর্বাভাস মডেল সংশোধনের মতো সেবা দেবে। এটি লং মার্চ রকেট সিরিজের ৪১৩তম মিশন।

Exit mobile version