সন্ধান২৪.কমঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টেলিভিশনগুলো নীতিগত ভাবে পশ্চীম পাকিস্থানকে সমর্থন করেছিল । তদানিন্তন পশ্চীম পাকিস্তানের বন্ধু আমেরিকার নিক্সন ও কিসিঞ্চার প্রশাসনের পলিসির সাথে তাল মিলিয়ে মার্কিনী টেলিভিশনগুলোও একই ভূমিকা নিয়েছিল।
নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরাম আয়োজিত ‘মার্কিন টেলিভিশন সংবাদে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অধ্যাপক ড. কাবেরী গাযেন এ কথা বলেন।
২৯ জুলাই বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শামসাদ হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ।
কাবেরী গায়েন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র টেলিভিশনগুলো ঢালাও ভাবে পশ্চীম পাকিস্থানকে সমর্থন করেছিল। টেলিভিশনগুলোও আমেরিকার প্রশাসনের সাথে সঙ্গতী রেখে আদর্শিক ভাবেই একই ভূমিকা গ্রহন করেছিল।
তিনি বলেন, ২৫ মার্চের কালো রাত থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিডিয়াগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘গৃহযুদ্ধ’ বলার চেষ্টা করেছিল। তার পর বলেছিল গেরিলা যুদ্ধ। ১৬ ডিসেম্বর পর্যন্ত টেলিভিশনগুলোতে ভারত,পাকিস্তান,চীন ও আমেরিকার নাম শোনা গেলেও বাংলাদেশের নাম উল্লেখ করা হয় নাই।
তিনি আরও বলেন,তারা ভারতের শরনার্থী, ডায়েরিয়ার কথা বলেছে , বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে । দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে যখন লাখ লাখ মানুষকে পাকিস্তানী বাহিনী হত্যা করেছে, তখন আমেরিকার মিডিয়া সেটিকে গৃহযুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে।
আলোচনার পরে ছিল প্রশ্নত্তোর পর্ব । এতে উপস্থিত অনেকের প্রশ্নের উত্তর দেন কাবেরী গায়েন । বক্তব্য রাখেন শামসাদ হুসোইন, খোরশেদুল ইসলাম, মুহম্মদ ফজলুর রহমান,ওবায়দুল্লাহ মামুন,হুসনে আরা বেগম, জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধুরী. নতুন প্রজন্মের রানিয়া প্রমূখ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন রেজা রহমান,মুক্তি সরকার ও দীলিপ মোদক।
নির্দ্ধারিত আলোচনার আগে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রগ্রেসিভ ফোরামের গঠনতন্ত্র বিভিন্ন প্রস্তাবনা ও উপদেষ্ঠা পরিষদের নাম ঘোষণা করেন সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন বাচ্চু।