সন্ধান২৪.কমঃ কী করে সম্ভব! জমজ সন্তান,অথচ দুইজনের জন্ম আলাদা আলাদা বছরে! সদ্য মা হয়ে নিজেই অবাক টেক্সাসের এক মহিলা। দুই সন্তানের জন্মের পর, তাদের ছবি ফেসবুকে শেয়ার করে রীতিমতো সাড়া ফেললেন তিনি।
জমজ সন্তানের মা ক্যালি জো স্কট জানান, তাঁর প্রথম সন্তান জন্মায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে। দ্বিতীয় সন্তান জন্মায় ২০২৩-এর ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে। দুইজনের জন্মের সময়ের ব্যবধান মাত্র ৬ মিনিট। কিন্তু জন্ম-সাল ভিন্ন বছরে। দুই সন্তানের জন্মের পর যদিও বেজায় খুশি ওই দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় কন্যাসন্তানের ছবি পোস্ট করে ক্যালি এও জানিয়েছেন, একজনের নাম অ্যানি জো, অন্যজনের নাম এফি রোজ স্কট। দু’জনেরই ওজন ৫.৫ পাউন্ড। দুই সন্তান সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে ভাইরাল পোস্ট দেখে ক্যালিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কারও কারও মতে, যমজ সন্তান হলেও দুইজনের জন্মদিন দুই দিনে ও দুই আলাদা আলাদা বছরে পালন করতে হবে তাঁদের। বর্ষবরণের রাতে দুই সন্তানের আবির্ভাব দিবস পালন করবেন তাঁরা।