সন্ধান২৪.কম : গত ১১ জানুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র উদীচী সংসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো । ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি ক্লারা রোজারিও ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কল্লোল দাশ। সম্মেলনে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদটি ভোটের মাধ্যমে নিষ্পত্তি হয়।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সন্ধায় দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় সংসদ সদস্য এবং বৈদেশিক বিভাগের সচিব কিরণময় মন্ডল।
সাত সদস্য বিশিষ্ট্য বিষয় নির্বাচনী কমিটি সাধারণ সম্পাদক হিসেবে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আলীম উদ্দিনের নাম প্রস্তাব করে। কিন্তু উপস্থিত সাধারণ সদস্যদের পক্ষ থেকে এই পদের জন্য কল্লোল দাশের নাম বিকল্প প্রস্তাব করা হয়। ফলে ভোট গ্রহণ করা হয়। এতে উদীচী জাতীয় পরিষদ সদস্য কল্লোল দাশ ২৮( আঠাশ ) ভোট পান। তার একমাত্র প্রতিদ্ব›িদ্ব আলীম উদ্দিন পান ১০ ( দশ) ভোট।
২৭ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কার্যকরী পরিষদেও ১ জন সহ সাধারণ সম্পাদক সহ আরও ২ জন কার্যকরী পরিষদের সদস্য পরবর্তী সময়ে অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত হয়।
নতুন কমিটির সভাপতি : ক্লারা রোজারিও. সহ সভাপতি : ১. শরাফ সরকার, ২. আব্দুল্লাহ চৌধুরী ৩. বাবুল আচার্য্য। সাধারণ সম্পাদক : কল্লোল দাশ,সহ সাধারণ সম্পাদক :লিলি মজুমদার,কোষাধ্যক্ষ :সুমন দে। সম্পাদক মন্ডলী : ১ সুলেখা পাল,২ গোলাম মর্তুজা, ৩ হীরো চৌধুরী,৪ রাবেয়া আক্তার ও ৫ মোঃ রফিকুল ইসলাম। সম্মানিত সদস্য : ১ সুব্রত বিশ্বাস, ২ আলীম উদ্দিন, ৩ খোরশেদুল ইসলাম, ৪ জাকির হোসেন বাচ্চু, ৫ আশিষ রায়,৬ ডাঃ আজিজুল হক,৭ কামাল চৌধুরী, ৮ কবির হোসেন, ৯ মোর্শেদুল হাকিম শুভ্র, ১০ ইলা চন্দ, ১১ আবু রায়হান ও ১২ মোঃ আলীম আহমদ।
নতুন কমিটির শপথ গ্রহণ করান কেন্দ্রীয় সংসদ সদস্য এবং বৈদেশিক বিভাগের সচিব কিরণময় মন্ডল।
সম্মেলনে উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।