নিউইয়র্ক ঃ আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মৃত্যহীন প্রাণ’ আগামী ৬ নভেম্বর রবিবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে প্রদর্শিত হবে।
মহান স্বাধীনতা বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ অর্জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং জাতির জনকের অবদান ও আদর্শের কথা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এই প্রবাসে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় প্রদর্শিত হবে, নাদিম ইকবাল নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মৃত্যহীন প্রাণ’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর পরিষদের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী। এক বিবৃতির মাধ্যমে অনুষ্ঠানে সকলকে আমন্ত্রিণ জানিয়েছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃত বড়ুয়া।