সন্ধান২৪.কমঃ গত ১২ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয় নাই। ঢাকা থেকে এই কমিটি অনুমোদন দেয়া হবে বলে সম্মেলন থেকে ঘোষনা দেয়া হয়।
উড সাইডের গুলসান টেরেসে এই সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে ১৫০ জন কাউন্সিলর ও ২০০ জন ডেলিগেট অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং প্রধান বক্তার ভার্চুয়াল বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এছাড়াও মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা.মাসুদুর রহমান ও ড.প্রদীপ কর, ভারপ্রাপ্ত সভাপতি ডা.মোহাম্মদ আলী মানিক,সুব্রত সরকার, নাজমুল আলম ভূঁইয়া জুয়েল,হিন্দাল কাদির বাপ্পা, সহ-সাধারণ সম্পাদক আইরীন পারভিন,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান,সাখাওয়াত বিশ্বাস,শেখ আতিকুল ইসলাম,ওহিদুজ্জামান লিটন,আব্দুল ওয়াহাব জোয়ারদার,কামাল হোসেন রাকিব ও পিনু চৌধুরী। বক্তব্য রাখেন সৈয়দ গোলাম কিবরিয়া,জেড এ.জয়,জাহাঙ্গীর এইচ মিয়া |


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণই আমাদের শক্তি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিস্বার্থে কোনো বিভাজন কোথাও করা যাবে না।
বাহাউদ্দিন নাছিম বলেন,প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে তিনি দেশের উন্নয়নে কাজ করছেন। কিছু অপশক্তি দেশ বিদেশের কুশীলবদের আস্কারায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে এদের নিয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দলের মধ্যে ব্যক্তিস্বার্থে কোনো বিভাজন করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা আমাদের কোনো দায়িত্ব দিলে তা অপব্যবহার করা যাবে না। আমার সবাই বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক।
স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠান সূচীতে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শান্তির পায়রা ও বেলুন উড়ানো,অতিথি বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলন সফল করতে ৮টি উপ কমিটি গঠন করা হয়েছিল।