শিশুটি হ্রদের ধারে খেলছিল,জলহস্তী আচমকা তাকে গিলে ফেলল, তার পর…

দু’বছরের এক শিশুকে গিলে ফেলল জলহস্তী।

দু’বছরের এক শিশুকে গিলে ফেলল জলহস্তী। প্রতীকী ছবি।

সন্ধান২৪.কমঃ একটি জলহস্তী এক দু’বছরের শিশুকে গিলে ফেলল । দেখা মাত্রই জলহস্তীটিকে লক্ষ্য করে পাথর ছোড়েন স্থানীয়রা। তার পরই যা হল…

এমন ঘটনাটি ঘটেছে উগান্ডায়। এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ! ২ বছরের এক শিশুকে গিলে ফেলেছিল একটি দৈত্যাকার জলহস্তী। তার পর মুখ থেকে ওই শিশুটিকে উগরেও দেয় সে।

এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে চলতি বছরের এপ্রিল মাসে। তবে সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে। ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়েছে ভিডিয়ো।

এডওয়ার্ডস হ্রদে জলহস্তীর আক্রমণের মুখে পড়ে শিশুটি। হ্রদের কাছেই শিশুটির বাড়ি। নিজের বাড়ির বাইরে খেলছিল সে। খেলতে খেলতে হ্রদের কাছে চলে গিয়েছিল ওই শিশুটি। তার পরই জলহস্তীর আক্রমণের মুখে পড়ে সে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির অর্ধেক দেহ গিলে ফেলেছিল জলহস্তী। এমনটা দেখে স্থানীয়রা পাথর ছোড়েন জলহস্তীর দিকে। তার পরই বাচ্চাটিকে মুখ থেকে বার করে ছুড়ে ফেলে জলহস্তী। শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটির দেহে ঠিক কী ধরনের আঘাত লেগেছে, তা জানা যায়নি। তাকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে।

Exit mobile version