সন্ধান২৪.কম : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
গত বুধবার প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড,সিদ্দিকুর রহমান মাসব্যাপী এই কর্মসূচীর ঘোষনা দেন। সভায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি মাসুদুল হাসান,সাবেক কেন্দ্রীয় নেতা এএমএস আলী খবির চান, মোঃ সোলায়মান আলী, কাজী কয়েস, নূরুল আমিন বাবু, আব্দুল হামিদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান,সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, শরীফ কামরুল আলম হীরা, এমদাদ এইচ ভুইয়া, নজরুল ইসলাম প্রমূখ।
উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন চঞ্চল, সাহানারা রহমান,মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,ফুয়াত হোসেন,শামীম হোসেন, সাইফুল আলম, ওয়াহিদুজ্জামান গাজী লিটন, এম উদ্দিন আলমগীর, সভাপতি কাজী আজিজুল হক খোকন, ইকবাল হোসেন প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুননেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল উদ্দিন আহমেদসহ অনেককে হত্যা করা হয়।