সন্ধান২৪.কম: মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু ইউসুফজাই ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক। সালু তার আদর্শ ও নীতি থেকে কোন দিন পিছপা হন নাই। দেশের স্বার্থে তিনি বহু আন্দোলন-সংগ্রাম করেছেন । তিনি সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতেন। আতিকুর রহমান সালু ইউসুফজাই শোক পালন কমিটির সভায় বক্তরা এ কথা বলেন।
গত ৫ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এই শোক সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ টিপু সুলতান। স্বাগত বক্তব্য রাখেন শোক সভার সদস্য সচিব আলী ইমাম।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন পাঠ করেন শোক পালন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আমিন মেহেদী। দোয়া পরিচালনা মওলানা মো: ফায়েক উদ্দিন।
সালুর আন্দোলন-সংগ্রামের ইতিহাস,আদর্শ এবং তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন বক্তব্য রাখেন বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, সাপ্তাহিক আজকাল প্রধান সস্পাদক ও আতিকুর রহমান সালুর স্মরণে প্রকাশনা কমিটির সদস্য মনজুর আহমদ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস, আতিকুর রহমান সালুর স্মরণে প্রকাশনা কমিটির সদস্য ও প্রবীণ সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ. খান, সাংবাদিক মাহমুদ খান তাসের, আতিকুর রহমান সালুর ঘনিষ্ঠজন এ্যাড. ওয়াহিদুর রহমান, মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মশিউর রহমান, এ্যাসালের সভাপতি ও মূলধারার রাজনীতিক মাফ মেজবাহউদ্দিন, যুবদল নেতা ইকবাল হায়দার, ,ফার্মাসিষ্ট নুরুল হক, বাল্যবন্ধু ডা. বিল্লা, প্রাবন্ধিক জামান তপন, বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, স›দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, আকতারুজ্জামান হ্যাপি, বাংলাদেশ সোসাইটির কয়েকবারের সহ সভাপতি ও বিএনপি নেতা আজহারুল হক মিলন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বিএনপি নেতা ও ব্যবসায়ী নাঈম টুটুল, দেলোয়ার হোসেন শিপন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, মাহমুদ চৌধুরী, কাজী আশরাফ হোসেন নয়ন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোশাররফ হোসেন সবুজ, মুজিবুল মওলা,যুক্তরষ্ট্র জাসদ (রব) সভাপতি আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জাতিয় পার্টির নেতা আবু তালেব চান্দু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেব সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাগপার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রহমত উল্লাহ, জয়নাল আবেদীন,সৈয়দ আজাদ,সালে আহমদ মানিক, সমাজসেবক ও বিএনপির নেতা ফারুক হোসেন মজুমদার, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নাজমুল আলম শ্যামল।
আতিকুর রহমান সালুর স্মরণে কবিতা পাঠ করেন এম সাদেক।
উপস্থাপনা করেন আতিকুর রহমান সালুর স্মরণে প্রকাশনা কমিটির অর্থবিষয়ক সদস্য ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ আলী ও আতিকুর রহমান সালুর স্মরণে প্রকাশনা কমিটির যুুগ্ম সদস্য সচিব ইমরান আনসারী।
শোক সভায় বক্তরা বলেন, সালু ছিলেন মওলানা ভাসানীর বিশ্বস্ত সৈনিক ও একনিষ্ঠ কর্মী। ফারাক্কার ন্যায্য হিস্সা নিয়ে তার আন্দোলন-সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে স্বর্নাক্ষরের লেখা থাকবে।
বক্তরা আরও বলেন, দেশ প্রেমিক সালু যেমন দেশের মঙ্গলের জন্য দেশে আন্দোলন করেছেন তেমনি প্রবাসে এসেও প্রবাসীদের কল্যাণেও শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করার কাজে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতির সীমাহীন ক্ষতি হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।
বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু ইউসুফজাই স্মরণে একটি
একটি পু্িস্তকা বের করা হয়। এই প্রকাশনা কমিটির সদস্যরা হচ্ছেন মনজুর আহমদ, বেলাল মোহাম্মদ ও মঈনুদ্দীন নাসের।
নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।