সাকিব ইস্যুতে যা বললেন সুজন

খেলছে না, সাকিবের কাজটা কি? দল পেলে তো সেখানে খেলতে যেত। আমরা জিজ্ঞেস করেছি- আইপিএল যেহেতু খেলছো না টেস্ট খেলবে কিনা? সে বলেছে- হ্যাঁ! বোর্ড কেন অনুরোধ করতে যাবে? তারা চুক্তির খেলোয়াড়। বেতন নেয়া খেলোয়াড়। এমন তো না নতুন একজন খেলোয়াড় যে চুক্তিতে নেই। চুক্তির বাইরের খেলোয়াড়কে আমরা অনুরোধ করতে পারি। সে বলতে পারে আমি যাব না, আমি তো চুক্তিতে নেই। কিন্তু ও তো আমাদের চুক্তিতে আছে। ও আমাদের কর্মী।
এখানে তো অনুরোধের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

শুধু তাই নয় সাকিবকে বিসিবি সভাপতি যে ভদ্রতার সঙ্গে অনুরোধ করেছেন সেটিও অনেক বড় বিষয় মনে করেন খালেদ মাহমুদ সুজন। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, পাপন ভাই তো তাও ভালো, অনুরোধ করে বলতে গেছে। তিনি আদেশ করতে পারেন, যে তোমাকে (সাকিব) খেলতে হবে কারণ তুমি চুক্তিতে আছো।

Exit mobile version