ঘণ্টাপ্রতি ২৫ ডলার মজুরি ও ২৪ দফা দাবিতে সমাবেশ করেছেন নিউইয়র্কের ট্যাক্সি ক্যাব চালকরা। গতকাল ৩ আগস্ট দুপুর দুইটায় নিউইয়র্কের সিটি হলের সিঁড়িতে এ সমাবেশ করেন তারা। এতে ‘অল ড্রাইভার্স র্যালি’ শীর্ষক কর্মসূচিও পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশটির আয়োজন করেছে ‘নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স’। এর আগে গত ২৭ জুলাই বুধবার একটি ভার্চুয়াল সমাবেশ করেছিল নিউইয়র্ক সিটির ট্যাক্সি চালকরা।
সিটি ট্যাক্সি ও লিমোজিন কমিশনকে রাইড-হেলিং অ্যাপ ড্রাইভারদের প্রতিমাইল ও প্রতিমিনিটের বেতনের হার বাড়ানোর জন্য ও খরচের পরে ২৫ মার্কিন ডলার প্রতিঘণ্টা মজুরি আনার জন্য আহ্বান জানায় নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স।
হলুদ ও সবুজ ক্যাব চালকদের পক্ষে দাবি করা হচ্ছে, ট্যাক্সি মিটারের হার, যা এক দশকে বাড়েনি, সেই একই ২৫ মার্কিন ডলার ঘণ্টা মজুরি বাড়ানো হোক।