সন্ধান২৪.কম: ১৪ এপ্রিল রোববার সন্ধ্যায় নিউইয়র্কের ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘স্টার ফার্নিচার এবং ড্রিম রিয়েলর্স এন্ড বিল্ডার্স’র উদ্যোগে ‘ঈদ আনন্দ রঙ’ শীর্ষক এক অনুষ্ঠান হয়। বাংলা নববর্ষকে রাঙ্গিয়ে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ম্যাগাজিন উৎসবের আয়োজন।
উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন সপ্নিল তিথি। ঢোলকের ঢোলের তালে তালে মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল সঞ্চালক রকি আলিয়ান। সন্ধ্যা ৮টার পরে পৃথি ও জয়ার নৃত্যে অনুষ্ঠানের মঞ্চ আলোকিত হয়ে উঠে।
আলাপচারিতা পর্বে মঞ্চে উপস্থিত হন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব’র প্রেসিডেন্ট, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও কণ্ঠশিল্পী রানো নেওয়াজ । শাহ নেওয়াজ ডেমোমোক্রিট প্রার্থী বাইডেনকে সমর্থণ জানাবেন বলে জানালে মুখোশ পরিহিত ট্রাম্প যা বলেছেন-তা দর্শকরা উপভোগ করেছেন। স্যাটায়ারধর্মী এ পর্বের শেষে কণ্ঠশিল্পী রানো নেওয়াজ খালি গলায় ‘ও প্রিয়তমা’-গান পরিবেশন করেন।
আলাপের এক পর্যায়ে ট্রাম্পের মুখোশ পরে মঞ্চে আসেন আহসান হাবীব। চাকুরির খোঁজে নাটিকায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন জেএফএম রাসেল, জাহাঙ্গীর আলম জয়, হাফিজা সুরাইয়া ও আতিক ইকবাল। দেশের গানের সাথে ম্যাসআপ করেছেন জারিন মাইশা ও আলভান চৌধুরী।
সম্পূর্ণ অনুষ্ঠানের হোস্ট, স্ক্রিপ্ট এবং ডিরেশনের দায়িত্বে ছিলেন স্টার ফার্নিচারের প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান। নাচ, গান,অভিনয়, কৌতুক সবই ছিল অনুষ্ঠানসূচিতে। আলাপচারিতাও ছিল ।
ম্যাগাজিনে আনন্দমূখর পর্ব নিয়ে গান করেন চন্দন চৌধুরী। পিকচার টাইন নাটিকায় অভিনয় করেন শিরীণ বকুল ও শরীফ হোসাইন। যৌথ ভাব গান পরিবেশন করেন চন্দন চৌধুরী ও আতিক ইকবাল। এরপর অডিয়েন্সদের নিয়ে ছিল মজার প্রশ্ন উত্তর পর্ব। একদিন সপ্নের দিন- ডুয়েট গান পরিবেশন করেন কৃষ্ণা তিথি ও লিমন চৌধুরী। এছাড়াও আকর্ষণীয় মঞ্চ, পর্যাপ্ত লাইটিং, আধুনিক সাউন্ড সিস্টেম, ডিজিটার ডিসপ্লে অনুষ্ঠানকে সুন্দর করে তুলেছে।
ম্যাগাজিন পরিচালক রকি আলিয়ান দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অসাধারণ সহযোগিতা, সমর্থন ও উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে সেজন্য স্টার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল ও মুনমুন হাসিনা বারী, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার ও জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ, কমিউনিটি এ্যক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান,আশা হোম কেয়ারের কর্ণধার আকাশ রহমান,বিশিষ্ট রিয়েলেটর নুরুল আজিম,কমিউনিটি এ্যক্টিভিষ্ট আব্দুর রশিদ বাবু, সাপ্তাহিক আজকাল বানিজ্যিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক মোস্তফা অনিক রাজ প্রমুখ।
প্রায় মধ্যরাত পর্যন্ত চলা এই আনন্দধারা অনুষ্ঠানে সঞ্চালক রকি আলিয়ান অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করেন স্টার ফার্নিচারের প্রতিষ্ঠাতা বড়ভাই এমডি দুলাল হোসেন মালকে। সেই সাথে নিসার জামিল সুড্ডু, রোজিনা আহমেদ রুনি, ডালিয়া চৌধুরী, একেএম হেলালুর রহমান, শাহানা সুলতানা, সাবরিনা খান, সাদিয়া রহমান, ইথিন ইফতাখার, সরোয়ার হোসেন, শামসুল হক সরদার, সেলিম আল মামুন, মোনায়েম খান, আশিক উর রহমানসহ আরো যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।