স্বর্ণের দামে ওঠানামা করছে, বেড়েছে রুপার দাম

সন্ধান২৪.কমঃ টাইমস অব ইন্ডিয়ার খরব ,চলতি সপ্তাহে ভারতে সোনার দাম ওঠানামা করায় চাহিদায় শ্লথগতি দেখা গিয়েছে ।  কিন্তু সিঙ্গাপুর ও জাপানের মতো দেশগুলোতে রুপার দাম ছিল বেশ চাঙ্গা। 

গত শুক্রবার ভারতের স্থানীয় বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৩০০ রুপি  গত সপ্তাহে তার দাম নেমেছিল ৪৬ হাজার ৬০০ ডলারে, যা প্রায় আট মাসের সর্বনিম্ন। সিঙ্গাপুরভিত্তিক গোল্ডসিলভারের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান জানান, চীনে নববর্ষের ছুটিকে সামনে রেখে খুচরা বাজারে সোনার দাম বেড়েছিল। কিন্তু বর্তমানে চাহিদায় শ্লথগতিতে দামে ওঠানামা করছে।

 

Exit mobile version