হরিদ্বারে যাত্রার পথে মসজিদ ঢেকে দেওয়া হল সাদা কাপড়ে! ফের বিতর্ক

পরে নানা মহলের চাপে ওই আবরণ সরিয়ে ফেলা হয়

সন্ধান২৪.কম ডেস্ক :  উত্তরাখণ্ডের কানোয়ার যাত্রা ঘিরে ফের বিতর্ক । নামোল্লেখ ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খাও্য়ার পর নয়া কাণ্ড উত্তরখণ্ড প্রশাসনের। হরিদ্বারে কানোয়ার যাত্রার  পথে মসজিদ সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। যদিও বিতর্ক শুরু হতেই ওই আবরণ সরিয়ে দেওয়া হয়েছে। সুত্র : আনন্দবাজার পত্রিকা,সংবাদ প্রতিদিন।

অভিযোগ, শুক্রবার হরিদ্বারের জ্বালাপুর এলাকায় দু’টি মসজিদ এবং একটি মাজারের সামনে বাঁশের কাঠামো তৈরি করে তাতে সাদা কাপড় টাঙিয়ে দেওয়া হয়। মসজিদের মৌলানা এবং মাজারের কেয়ারটেকার জানান, মসজিদ ঢাকার কোনও নির্দেশিকা তাঁদের দেওয়া হয়নি। এমনকী তাঁদের সঙ্গে পরামর্শও করা হয়নি। যদিও পরে নানা মহলের চাপে ওই পর্দা সরিয়ে নেওয়া হয়।

এ প্রসঙ্গে উত্তরাখণ্ডের মন্ত্রী সৎপাল মহারাজ জানিয়েছেন, শান্তি বজায় রাখতেই এই উদ্যোগ। সম্ভাব্য সমস্যা এড়াতেই সতর্কতা অবলম্বন করা হয়েছিল। আর শুধু মসজিদ নয়, নির্মীয়মাণ একাধিক বিল্ডিংও ঢেকে দেওয়া হয়েছিল। পরে কর্তৃপক্ষের আপত্তিতে শুক্রবার রাতে মসজিদ এবং মাজারের সামনে থেকে ওই সাদা কাপড়ের আবরণ সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার প্রথমে কানোয়ার যাত্রার রুটে সমস্ত দোকানে মালিকদের নাম উল্লেখের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশিকা নিয়ে বিস্তর বিতর্ক হয়। পরে সুপ্রিম কোর্ট  সেই নির্দেশ বাতিল করে। আদালত শেষ পর্যন্ত জানায়, কেউ চাইলে দোকানের নাম লিখে রাখতেই পারেন। সেটা ঐচ্ছিক। ওই নির্দেশ নিয়ে বিতর্কের মধ্যেই এবার আবরণ বিতর্ক।

 

Exit mobile version