এনভিডিয়া, স্যামসাং এবং ইউবিসফটের পর এবার হ্যাকারদের দল ‘ল্যাপসাস’-এর আক্রমণের শিকার হয়েছে মাইক্রোসফট। বিং ও কর্টানার সোর্স কোড চুরি করার দাবি করেছিল হ্যাকাররা।
সম্প্রতি সেই দাবি নিশ্চিত করেছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। হামলার হোতাকে ‘ডেভ-০৫৩৭’ বলে চিহ্নিত করে জানিয়েছে, হ্যাকিংয়ের শিকার হয়েছে ‘কেবল একটি অ্যাকাউন্ট’ এবং খোয়া গেছে কিছু পণ্যের আংশিক সোর্স কোড।
ফোন থেকে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে যেভাবেফোন থেকে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে যেভাবে
গেল কয়েক মাসে কয়েকবার খবরের শিরোনামে এসেছে ল্যাপসাস। ওকটা, স্যামসাং, ইউবিসফট এবং এনভিডিয়ার কম্পিউটার সিস্টেমে ঢুকে ডেটা চুরির দাবি করেছিল হ্যাকারদের দলটি। সে তালিকায় মাইক্রোসফটকে বগলবন্দি করে অনলাইনে একটি আর্কাইভ ফাইল পোস্ট করেছে ল্যাপসাস হ্যাকারররা। এতে তারা দাবি করেছে, ৩৭ জিবির ফাইলটিতে বিং ও কর্টানার আংশিক সোর্স কোড আছে।