সন্ধান২৪.কম: বাংলাদেশের দেশের চার বিভাগে ১৬ ঘণ্টায় ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে ট্রেনসহ গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনার খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

এসময় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ছয়টি যানবাহন ও নয়টি স্থাপনা। এর মধ্যে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। স্থাপনার মধ্যে রয়েছে একটি বৌদ্ধ মন্দির ও আটটি শিক্ষাপ্রতিষ্ঠান।
ঢাকা সিটিতে একটি আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা বিভাগে চারটি, সিলেট বিভাগে দুটি, চট্টগ্রাম বিভাগে চারটি ও ময়মনসিংহ বিভাগে তিনটি ঘটনা ঘটে। এতে ট্রেনের চারটি বগি, পিকআপ দুটি, ট্রাক একটি, কাভার্ড ভ্যান দুটি, বৌদ্ধ মন্দির একটি ও আটটি শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জনবল কাজ করে।