সন্ধান২৪.কম: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দিবেন। ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজ অনুষ্ঠানে থাকবেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত গত ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন একথা জানান।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলেন আব্দুল মুহিত বলেন, এ বছর সাধারণ অধিবেশনে, ‘আর্ন্তজাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস পুণর্গঠন এবং বিশ্বব্যাপী সংহতি পুররুজ্জীবিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে প্রধানমন্ত্রীসহ বিশ্ব নেতারা নিউইয়র্কে সমবেত হবেন ।

লিখিত বক্তব্যে তিনি বলেন,২০ সেপ্টেম্বর কোভিড পরবর্তী করণীয়, বিশ্ব নারী নেতৃত্বের ভ‚মিকা বিষয়ক ‘ইউএনজিএ’, এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের স্বাস্থ্যবান্ধব নীতি এবং জনগণের স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবেন।
এ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্র্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আহŸানে ৪ টি বৈঠক করবেন বলে লিখিত বক্তব্যে বলা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা,স্পেনের প্রধানমন্ত্রী এবং উইরোপীয় ইউনিয়নের আহŸানে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। এ ছাড়াও হাঙ্গেরী,কাজাখাস্তান, ঘানা,অস্ট্রেলিয়া,চেক প্রজাতন্ত্র,নেদারল্যান্ডসহ বিভিন্ন্ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে চুক্তি ও বৈঠক অনুষ্ঠিত হবে।
১৮ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশন পর্ব শুরু হবে। শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে,তাঁর ভাষণে বাংলাদেশের উন্নয়ন, আগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের সাফল্যের ওপর আলোকপাত করবেন। পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক সংকট, জলবায়ুর ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন।
এছাড়াও ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ‘কমিউনিটি ক্লিনিক এবং ইউনিভার্সেল হেলথ কভারেজ’ সংক্রান্ত একটি আলোচনা সভার আয়োজন করেছে। লিখিত বক্তব্যে বলা হয়, এর সহ-আয়োজক হিসেবে থাকছে চীন,গাম্বিয়া,মালয়েশিয়া,তুর্কি,যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। প্রতি বছরের মত বাংলাদেশ এবারেও শেখ হাসিনার নেতৃত্বে ২টি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। সব মিলে ১১টি উচ্চ পর্যায়ের সভায় অংশ গ্রহনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে আসবেন। বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী,প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা,শিল্পপতী, ব্যবসায়ীসহ গুরত্বপূর্ণব্যক্তিরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন বলে লিখিত বক্তব্যে বলা হয়।
এছাড়াও আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নিউইয়র্কের ম্যানহাটনে ম্যারিয়ট মার্কি হোটেল বলরুমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয়ার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনসমূহ।