সন্ধান রিপোর্টঃ গত ২৬ মে সোমবার নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জামালপুর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।
সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এ অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিসসহ নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের বিদায়ী কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার ও আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ফকরুল আলম, ব্যবসায়ী বেলায়েত হোসেন, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকাল-এর জেনারেল ম্যানেজার, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক,সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ফরিদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস।
প্রধান অতিথি শাহনেওয়াজ বিলেন, কমিউনিটির সকল মানুষ একত্র হয়ে কাজ করলে যেকোনো উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতি আবু বকর সিদ্দিক তার ভাষণে সংগঠনকে আরও গতীশীল ও কার্যকর করতে সব সদস্যদের আন্তরিক ভাবে কাজ করার আহŸান জানান।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসে জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শারমিনা সিরাজ সোনিয়া।
অনুষ্ঠান সফল করতে অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ আলমকে নিয়ে একটি উপ-পরিষদ গঠন করা হয়।