অন্তর্বাসের ভিতরে আগুন ঢুকিয়ে স্টান্ট! তার পর যা হল…

আগুন নিয়ে খেলা! ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

সন্ধান২৪.কমঃ আগুন নিয়ে খেললে এ রকমই হয় ! অনেকেই তোয়াক্কা না করে আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে বিপদের মুখে পড়েন। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সেই ব্যক্তি অল্পের জন্য রক্ষা পেলেও আগুন নিয়ে খেলাটা যে কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেলেন । প্রকাশিত  ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতে ধরা রয়েছে একটি জ্বলন্ত কাঠ। স্টান্ট দেখানোর চক্করে জ্বলন্ত কাঠটিকে অন্তর্বাসের ভিতরে সোজা চালান করে দিলেন তিনি। পাঁচ সেকেন্ড মতো অন্তর্বাসের ভিতরে জ্বলন্ত কাঠটি রাখার পর সেটি বার করে অন্তর্বাসের ভিতরে উঁকি মারতেই ওই ব্যক্তির মুখের চেহারা বদলে যায়।

তিনি  ততক্ষণে উপলব্ধি করতে পেরেছেন যা হওয়ার হয়ে গিয়েছে। এর পরই বিকট চিৎকার করতে শুরু করেন তিনি। স্টান্ট করে লোকেদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই আতঙ্কের চেহারা নেয়। ঘটনাটি অবশ্য কোথাকার তা জানা যায়নি।সুত্র ঃ আনন্দবাজার পত্রিকা

 

Exit mobile version