সন্ধান২৪.কম ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নভেম্বরের সবচেয়ে মারাত্মক তুষারঝড়ে ঢেকে গেছে । বুধবার (২৭ নভেম্বর) এমন তুষারপাতের ফলে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার বিচ্ছিন্ন খবর পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, সিউলের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় ২০ সেন্টিমিটার (৭.৮ ইঞ্চি) তুষারপাত হয়েছে।
সংস্থাটি বলছে, গত ৫২ বছরের মধ্যে সিউলে এটাই সবচেয়ে ভারী তুষারঝড়। ১৯৭২ সালের ২৮ নভেম্বর একটি ঝড়ে রাজধানীতে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।
কর্তৃপক্ষ বলছে, দেশব্যাপী বিমানবন্দরগুলোতে কমপক্ষে ২২০টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে। কর্তৃপক্ষ প্রায় ৯০টি ফেরিকে বন্দর না ছাড়ার নির্দেশ দিয়েছে। শত শত কর্মী সংশ্লিষ্ট বিপদ মোকাবেলায় মাঠে আছে।
দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় হংচিয়ন শহরে পৃথক পাঁচটি গাড়ি দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রাজধানী ছাড়াও তুষার ছড়টি দেশের বেশিরভাগ অংশকে ঢেকে ফেলেছে। দেশের মধ্য, পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ১০ থেকে ২৩ সেন্টিমিটার (৩.৯ থেকে ৯ ইঞ্চি) তুষারপাত হয়েছে।