টেক্সাসের আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এলো মাছ! 

এই ঘটনায় অনেকে অবাক হয়েছেন। ছবি সংগৃহীত।

সন্ধান২৪.কমঃ  যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে অদ্ভূত ভাবে  আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এলো জীবন্ত মাছ! ওই শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

খবরে বলা হয়েছে, সেদিন  হঠাৎই সাধারণ বৃষ্টিপাতের সঙ্গে আকাশ থেকে একাধিক ছোট আকারের জলজ প্রাণী বৃষ্টির মতোই পড়তে শুরু করে। এর মধ্যে  ছিল ব্যাঙ, কাঁকড়া এবং মাছ। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। গত বুধবার নজিরবিহীন এই ঘটনার সাক্ষী হয়েছে অনেকে। এতে অনেকে হয়েছেন অবাক, গিয়েছেন অনেকে চমকে, পেয়েছেন ভয়।    টেস্কারকানা শহরের অফিসিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। লেখা হয়েছে, ২০২১-এ এটাই বাকি ছিল… টেস্কারকানাতে আজ মাছ-বৃষ্টি হল। ভাববেন না যে এটা জোক।

পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণীবৃষ্টি হয়ে থাকে, যখন জলস্রোতের সঙ্গে কোনওভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের উপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে তা।

 

Exit mobile version