বিপুল আনন্দ-উৎসব আর যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে সকাল ৬টা থেকেই শুরু হয় ঈদের জামাত, চলে ১০টা পর্যন্ত। যথারীতি সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে।
সেন্টারের উদ্যোগে টমাস এডিসন হাইস্কুল পার্কে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এভাবে আরাফা ইসলামিক সেন্টার, আমেরিকান মুসলিম সেন্টার, দারুস সালাম মসজিদ, জ্যামাইকার দারুল উলুম মসজিদ, জ্যামাইকা মসজিদ মিশন, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদ, আল আমিন জামে মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ হামজা, ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারসহ কমিউনিটির বিভিন্ন মসজিদ ও সংগঠনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
প্যান্ডেমিকের জন্য মাঝের দুই বছর নানা বিধিনিষেধ থাকার কারণে এভাবে একত্রে নামাজ আদায় সম্ভব হয়নি। এবার তাই বিপুল উৎসাহ দেখা গেছে মুসল্লিদের মধ্যে।