আমেরিকায় ওড়ার মুখে বিমান লক্ষ্য করে গুলি ! চলছে আততায়ীর খোঁজ

সন্ধান২৪.কম ডেস্ক : আমেরিকার ডালাস লভ ফিল্ড বিমানবন্দর থেকে বিমানটির ওড়ার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। ঠিক সে সময় সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল। শনিবার বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা গুলি ছুড়েছেন, তা খুঁজে দেখা হচ্ছে।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে ২৪৯৪ বিমানটি ডালাস থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় বোয়িং বিমানের ডান দিকে ডেকের নীচে একটি বুলেট এসে লাগে। এই ঘটনায় কেউ হতাহত হননি। গুলি লাগার পরেই পুলিশকে খবর দেওয়া হয়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

পুলিশ তদন্তে নেমেছে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান লক্ষ্য করে কোথা থেকে গুলি ছুটে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version