সন্ধান২৪.কম ডেস্ক: আমেরিকার চিকাগোতে রেস্তরাঁর বাইরে চলা বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত চারজনের। আহতের সংখ্যা ১৪। তবে এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে চিকাগোর রিভার নর্থ এলাকার একটি রেস্তরাঁয় একটি গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময় আচমকা একটি ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক এক যুবক। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চারজন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেয়। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, একটি কালো গাড়ি করে আততায়ী এসেছিল। ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আহত হয়েছেন আরও ১৪ জন। হামলা চালানোর পর গাড়ি করেই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়। তাঁর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।